ADVERTISEMENT

সাতক্ষীরা প্রতিনিধিঃ
আশাশুনি উপজেলার হিজলিয়া-কোলার মধ্যবর্তী স্থানে ওয়াবদার বাধ ভেঙ্গে প্রায় ৫০ গজ এলাকা ভেঙ্গে নদীর গর্ভে বিলিন হয়েছে। প্রতাপনগর ইউনিয়নের ১ টি ওয়ার্ড ও শ্রীউলা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশাঙ্কায় ২ ইউনিয়ন এর কয়েক হাজার বসতির হতাশার জীবন যাপন। উল্লেখ্য চলতি বছরে হিজলিয়া- কোলা পয়েন্টের ৩ টি ঝুকিপূর্ণ স্থানে প্রায় ৬৬ লক্ষ টাকার ওয়াবদা সংস্কার কাজ সম্পন্ন করা হয় তবে সম্প্রতি যে স্থানে বাঁধ ভেঙ্গে গেছে সেই স্থানটি পুর্বেও স্বল্প পরিসরে ঝুকিপূর্ণ ছিল,কিন্তু উক্ত ঝুকিপূর্ণ স্থানটি বাজেটের মধ্যে না থাকায় সংস্কার কাজ শুরু করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে গত কাল ২৮ মার্চ শনিবার বিকালে কোলা পয়েন্টের বেড়িবাঁধে ফাটল ধরলে, প্রাথমিকভাবে স্থানীয় উদীয়মান তরুণ নেতা তোষিকে কাইফু ব্যক্তিগত ভাবে উক্ত ঝুকিপূর্ণ বাঁধের সংস্কার কাজ এগিয়ে নেওয়ার জন্য পাউবো কর্মকর্তা নাহিদ হাসান,রাব্বি হাসান কে নিয়ে সরেজমিনে পরিদর্শনে যান। পরিদর্শন শেষে তারা জানান হঠাৎ শুকনো মৌসুমে ওয়াবদার বাঁধ ভেঙ্গে যাবে সেটা কল্পনা করতে পারি নাই। পরে তোষিকে কাইফুর মধ্যস্থতায় ৩ শতটি খালি বস্তা ক্রয় করে গভীর রাত্র অবধি এলাকার একতা সংঘের সকল সদস্যরা ঐক্যবদ্ধ ভাবে বাশ কেটে বাধ তৈরি করে তার মাঝে বস্তায় মাটি ভরাট করে সাময়িক বাধের ভাঙন রক্ষা করেন। এলাকাবাসী সংশ্লিষ্ট জেলা প্রশাসন সহ উর্ধতন কর্তৃপক্ষের জরুরী সরেজমিন পরিদর্শন শেষে বাধ রক্ষার পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।
Discussion about this post