শ্রীলঙ্কায় প্রথম টেস্ট সিরিজ জয়ে চোখ বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোরও। ২য় টেস্টেও তামিমের সঙ্গি হিসেবে সাইফকে সুযোগ দিতে চান তিনি।
টানা হারের মধ্যে থাকা বাংলাদেশ দল সাদা পোষাকে একটু দম ফেলার ফুরসত পেয়েছে লঙ্কায় এসে। প্রথম টেস্টে ড্রটা করতে পেরেছে। এবার সিরিজ জয়ের চিন্তায় বিভোর টাইগার স্কোয়াড।
ম্যাচ শুরুর আগরে দিন স্কোয়াড ঘোষণা। তাতে আসেনি কোন পরিবর্তন। আগের ১৫ জনই আছেন। একাদশ কি একই থাকবে? বিশেষ করে ওপেনিংয়ে তামিমের সঙ্গে কি দুই ইনিংসে ব্যর্থ সাইফও নাকি সুযোগ দেয়া হবে সাদমানকে? ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কোচ ডমিঙ্গোর সোজা সাপ্টা জবাব, আরেকটা সুযোগ দিতে চাই সাইফকে।
বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘টেস্টে ওপেনিং সহজ ব্যাপার না। অনেকেরই খাপ খাইয়ে নিতে একটু সময় লাগতে পারে। সাইফকে আরেকটি সুযোগ দেব। উদ্বোধনী জুটিতে ডান-বাম সমন্বয়ের জন্যও এটা ভালো। কাজেই ২য় টেস্টে সাইফ খেলছে।’
দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের স্পিন আক্রমণ থাকছে অপরিবর্তন। একাদশে পেস আক্রমণে অবশ্য পরিবর্তন আনার সুযোগ আছে। প্রথম টেস্টে খেলেছিলেন তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরি ও ইবাদত হোসেন চৌধুরি। ডানহাতি তিন পেসারের কোনো একজনের বদলে বাহাতি শরিফুল ইসলামকে খেলানোর কথা ভাবতে পারে দল।
ওদিকে ভিন্ন ইস্যুতে উত্তপ্ত এখন শ্রীলঙ্কার ক্রিকেট। বেতন-ভাতা ও কেন্দ্রীয় চুক্তি নিয়ে বোর্ডের সঙ্গে দ্বন্দ্ব চরমে ক্রিকেটারদের। এসবের মাঝেই সিরিজ নির্ধারনী ২য় টেস্টে ফল বের করার ছক কশছে দলটা।
শ্রীলঙ্কা দলের অধিনায়ক দিমুথ করুনারত্নে বলেন, ‘আমরা সব সময়ই জয়ের জন্য একটা পরিকল্পনা নিয়ে মাঠে নামি। প্রথম ম্যাচেও যেটা ছিল। তবে দুর্ভাগ্য সেখানে সেটা কাজ করেনি। পিচ সাপোর্ট করেনি। বোলাররা ২০ উএকট নিতে পারেনি। আশা করি এবার তেমনটা হবে না।’
Discussion about this post