চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বেলা সাড়ে ১১টায়।
ওয়ানডেতে ১৩ বার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। আজ ম্যাচ জিতলে ১৪ বার এই গৌরব অর্জন করবে এবং ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বার ধবলধোলাই করবে বাংলাদেশ। প্রথমবার ২০০৯ সালে নিজেদের মাঠেই বাংলাদেশের কাছে ৩-০তে হেরেছিল ক্যারিবিয়ানরা।
এদিকে বিসিবি সূত্রে জানা গেছে, আজ বাংলাদেশের একাদশে পরিবর্তন আসবে। একাদশ থেকে বাদ পড়বেন দুই ম্যাচে উইকেট-শূন্য থাকা রুবেল হোসেন। তার জায়গায় একাদশে ফিরবেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। এমনকি সম্ভাবনা আছে হাসান মাহমুদকে বসিয়ে তাসকিন দিয়ে খেলানো।
Discussion about this post