গেল ২৪ ঘন্টায় ২১ জনসহ করোনায় মৃতের সংখ্যা ৫ হাজার ২৭২ জনে দাঁড়িয়েছে। এছাড়া গেল ২৪ ঘন্টায় ১০৬টি ল্যাবে ১১ হাজার ৪০১টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১১ হাজার ৪২০টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১ হাজার ৫০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জনে। সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯১ জন এবং মোট সুস্থ ২ লাখ ৭৭ হাজার ৭৮ জন। এছাড়া নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘন্টায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ এবং এ পর্যন্ত করোনা শনাক্তের হার ১৮ দশমিক ৬৩ শতাংশ। অন্যদিকে, শনাক্ত রোগী বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪৪ শতাংশ এবং সুস্থতার হার ৭৫ দশমিক ৯৫ শতাংশ বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর একদিন আগে গতকাল বুধবার করোনায় আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়। আর নতুন করে ১ হাজার ৪৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। আর ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১ হাজার৭৮৯ জন।
এদিকে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৮৭ হাজার ১৫৪ জন। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ লাখ ১৯ হাজার ১৮৬ জন মানুষের। এছাড়া সুস্থ হয়েছে ২ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার ৩৩৬ জন।
অন্যদিকে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ১১ হাজার ৭৫২ জনের এবং মোট শনাক্ত হয়েছে ৭৪ লাখ ৪৭ হাজার ৬৯৩ জন। আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ১২ হাজার ৫৮৪ জন এবং মৃতর সংখ্যা ৯৮ হাজার ৭০৪ জনের।
আক্রান্তের দিক থেকে তালিকার তৃতীয় অবস্থানে থাকলেও মৃতের সংখ্যার দিক থেকে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৪৮ লাখ ১৩ হাজার ৫৮৬ জন এবং মৃতের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৯৬২ জন।
Discussion about this post