আজ রোববার (২৭শে সেপ্টেম্বর) বিকেলে তার বাড়ির পাশে একটি পাইকর গাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব আলম ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, ঝুম বর্ষায় ছাগলকে খাওয়ানোর জন্য পাতা কাটতে মাহবুব পাইকড় গাছে ওঠেন। সেখানে ওই গাছের উপর দিয়ে যাওয়া পল্লীবিদ্যুতের তারে অসাবধানতায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে যায়।
এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে ইমার্জেন্সি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম নিশ্চিত করেছেন।
Discussion about this post