সোমবার রাজধানীর কোতওয়ালী থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার ১ নম্বর আসামি করা হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগকে। ৩ নম্বরে রয়েছে নুরুল হক নুর।
বাকিরা হচ্ছেন ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম-আহ্বায়ক (২) মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।
এদিকে এক সমাবেশ থেকে গতকাল নুরসহ কয়েকজনকে আটক ও হয়রানির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করছেন যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা।
গতকাল রাজধানীর কোতওয়ালী থানায় তরুণীকে অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। রবিবার রাতে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে নুরসহ ছাত্র অধিকার পরিষদের ৬ নেতার বিরুদ্ধে লালবাগ থানায় একটি মামলা হয়। এর প্রতিবাদে গতকাল সন্ধ্যায় শাহবাগে বিক্ষোভ করে পরিষদের নেতাকর্মীরা। পরে রাতে নুরসহ সাতজনকে আটক করে মধ্যরাতে তাদের ছেড়ে দেয়া হয়।
Discussion about this post