কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের ক্যাম্প কমান্ডার লে. মেহেদী হাসান জানান, বঙ্গোপসাগরে অস্ত্র বেচাকেনার গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ড ও পাথরঘাটা থানা পুলিশ সদর ইউনিয়নের পদ্মা এলাকায় অভিযান চালায়। অভিযানে কামাল (৩২) নামের একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে পাঁচটি পাইপগান উদ্ধার করা হয়।
আটককৃত কামাল একই এলাকার জালাল মিয়ার ছেলে। সে সাগরের ডাকাতি করা জামাল বাহিনীর সদস্য বলেও জানায় কোস্টগার্ড।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।
Discussion about this post