অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্তের বিষয়ে আশাবাদ জানিয়েছেন তার সহযোগী শিপ্রা আর সিফাত। জামিনে কারাগার থেকে মুক্তির পর প্রথমবারের মত কিছুক্ষণ আগে গণমাধ্যমের মুখোমুখি হন তারা।
দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তারা বলেন, সময়ের অপেক্ষা মাত্র, কিছুটা সময় পেলেই তারা সব সত্য জানাবেন। এমন সময়ে পাশে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান শিপ্রা ও সিফাত।
গত ৩১ জুলাই রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় হত্যা ও মাদক আইনে এবং রামু থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা দায়ের করে। এ মামলায় নিহত মেজর সিনহা মো. রাশেদ খানের সঙ্গে থাকা শাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা রানী দেব নাথকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ। ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ৬ আগস্ট বরখাস্ত ওসি প্রদীপ ও লিয়াকতসহ ৭ আসামি কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল আদালতে আত্মসমর্পণ করেন।
Discussion about this post