তবে বিআইডব্লিউটিএ বলছে, নিয়ম ভাঙলে নেয়া হচ্ছে ব্যবস্থা। অতিরিক্ত যাত্রী নেয়ায় ৪টি লঞ্চকে ৭৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা। ঈদযাত্রায় সরদঘাট লঞ্চ টার্মিনালে চিরচেনা রূপ।
লঞ্চের ভেতরও তিল ধারণের ঠাই নেই। ডেকেও যাত্রীতে ঠাসাঠাসি। ঝুকি নিয়েই ঈদে বাড়ি ফিরছেন দক্ষিণ বাংলার মানুষ। যাত্রীরা জানান,’যাচ্ছি বিপদ মাথায় নিয়ে, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলা হয়েছে।এটা সত্যিই ঝুঁকিপূর্ণ।’
বাড়তি লোক নেয়ার পক্ষে নানা যুক্তি লঞ্চ কতৃপক্ষের।মর্নিং সান-৫ এর কেরানি সঞ্জেদ বাবু জানান,’ঈদের সময় একটু বাড়তি লোক তো নেয়া হয়ই।’
মর্নিং সান ৫ মালিক মো. জামাল উদ্দিন, ‘এতো লোক যাবার কথা না। আমি তো যাত্রীদের সঙ্গে ঝগড়া করতে পারবো না।’
আবার এতো মানুষের মধ্যেও নেই স্বাস্থ্য বিধি মানার কোনো বালাই।বি আই ডব্লিউ টি এ বলছে, নিয়ম না মানলে নেয়া হচ্ছে ব্যবস্থা। এ প্রসঙ্গে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান গোলাম সাদিক বলেন,’যাত্রীরা যদি স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতন না হন তবে এটা খুব কঠিন, সে কথা আমরা বারবার বলছি। অতিরিক্ত যাত্রী হলে বা ছাদে যাত্রী বহন করা হলে আমাদের ম্যাজিসট্রেটরা তাদেরকে জরিমানা করছেন। সেই সঙ্গে নৌপুলিশ এবং কোষ্টগার্ডের টহল রয়েছে।’
বৃহস্পতিবার এক দিনেই কম্পক্ষে ১ লাখ লোক সদরঘাট থেকে নানা গেছেন নানা গন্তব্যে।
Discussion about this post