নওগাঁর মান্দায় বজ্রপাতে তহমিনা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে মৈনম ইউপির দূর্গাপুর গ্রামে জিরার মোড়ের উত্তরের মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
দুই সন্তানের জননী তহমিনা খাতুন উপজেলার ৬ নং মৈনম ইউনিয়নের দূর্গাপুর গ্রামের আব্দুস ছামাদ মন্ডলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, তহমিনা খাতুন তাদের বাড়ির পাশের মাঠে ভেড়াকে ঘাস খাওয়াচ্ছিলেন । এদিন বিকেল থেকেই আকাশে মেঘ ছিল। সন্ধ্যার দিকে আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে যায়। তহমিনা খাতুন ওই সময় ভেড়াকে ঘাস খাওয়ানো বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ বজ্রপাতের সৃষ্টি হলে মাঠের মধ্যে মারাত্মকভাবে আহত হয়ে পড়েন লুটিয়ে পড়েন মৈনম। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। এরপর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের ধারনা, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়েছে তার।
আসন্ন ঈদুল আযহার মাত্র ৪ দিন আগে তার অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহতের মরদেহ নওগাঁ সদর হাসপাতাল থেকে স্বামীর বাড়ি দূর্গাপুরে নেয়া হয় । এরপর ধর্মীয় রীতিনীতি অনুসারে দাফন- কাফনের যাবতীয় কাজ সম্পূর্ণ করা হবে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।
এব্যাপারে মান্দা থানার ওসি তদন্ত তারেকুর রহমান সরকার বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Discussion about this post