সিলেটের বিশ্বনাথ থেকে ৩০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার শিমুলতলা গ্রাম থেকে ইয়াবার এ বড় চালানটি আটক করা হয় বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার এক সংবাদ সম্মেলনে জানান, ভোরে গোপন সংবাদেরভিত্তিতে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা বিশ্বনাথের শিমুলতলা গ্রামে অভিযান চালায়। এসময় খালেদ মিয়ার বাড়িতে অভিযান চালালে তার কাছ থেকে তিনটি প্যাকেট মোড়ানো ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার ৩০ হাজার ইয়াবার বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা বলে জানিয়েছেন পুলিশ সুপার। এসময় খালেদের কাছ থেকে নগদ ২৯ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সুপার জানান, সিলেট পুলিশের সর্বোচ্চ সংখ্যক ইয়াবা উদ্ধারের সবচেয়ে বড় অভিযান এটি। ইয়াবাগুলো কোন রুট হয়ে সিলেটে ঢুকেছে, সে ব্যাপারে তদন্ত শুরু করছে পুলিশ।
আটক খালেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
Discussion about this post