ধোবাউড়া ময়মনসিংহ থেকে আব্দুল মতিন (মাসুদ) ধোবাউড়া উপজেলা জাকের পার্টি যুবফ্রন্ট এর( ২৪তম) প্রতিষ্ঠা বার্ষিকী পালন, উপলক্ষে ,জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেব এর হুকুমে কেন্দ্রীয় কমিটির কর্মসূচি হিসেবে জাকের পার্টি যুবফ্রন্ট ধোবাউড়া উপজেলা শাখার উদ্যোগে জাকের পার্টি যুবফ্রন্ট এর (২৪তম) প্রতিষ্ঠা বার্ষিকী,গতকাল ২১জুলাই মঙ্লবার রাত ৯টার সময়, দয়াল নবী রাসুলুল্লাহ (সাঃ) এর উপর দরুদ ও সালাম পাঠ করে, করোনা মহা মারি থেকে যেন আল্লাহ পাক দেশ বাসি সকলকে হেফাজত করে বিশেষ মোনাজাত এর মধ্য দিয়ে, কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী, উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাকের পার্টি যুব ফ্রন্ট ময়মনসিংহ বিভাগ এর প্রচার সম্পাদক আব্দুল মতিন( মাসুদ) জাকের পার্টি যুব ফ্রন্ট এর ধোবাউড়া উপজেলা শাখার সভাপতি মোঃ শওকত আলী, ইসলাম, সহ -সভাপতি আঃ হামিদ, সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, মোঃ দুলাল মিয়া,মোঃ রমজান আলী, মোঃ হরমুজ ফকির, মোঃ হৃদয় মিয়া, মোঃশান্ত মিয়া,ও জাকের পার্টি যুব ফ্রন্ট ধোবাউড়া উপজেলা শাখার অনন্য নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post