দীর্ঘদিন ধরে চলা সৌদি আরবের এক পেশে হামলার বিরুদ্ধে এবার ঘুরে দাঁড়াচ্ছে ইয়েমেন। দেশটির সামরিক ঘাঁটি ও তেল স্থাপনায় সোমবার (১৩ জুলাই) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
ইয়েমেনের ইরান সমর্থিত হাউথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, ‘সৌদি আরবের দক্ষিণের জিযান, নাজরান ও আসির প্রদেশে শত্রু-বাহিনীর বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে।’
যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে তার মধ্যে রয়েছে খামিস মোশাইত ঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও জঙ্গিবিমানের হ্যাঙ্গার এবং জিযান, নাজরান ও আসির শহরের শহরের বিমানবন্দর।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরও জানিয়েছেন, মা’রিব প্রদেশের তাদাউয়িন সামরিক ঘাঁটিতে বিদেশি মদদপুষ্ট দেশবিরোধী সরকারের পদস্থ কর্মকর্তাদের সম্মেলনস্থলে হামলা চালানো হয়েছে। এর ফলে হতাহত হয়েছে বিদেশিদের অনুচর ওই সরকারের বহু পদস্থ কর্মকর্তা।
ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের জনগণ ও ভূখণ্ড রক্ষার অধিকার আমাদের রয়েছে। ইয়েমেনের প্রতি ইঞ্চি ভূখণ্ড শত্রুমুক্ত না হওয়া পর্যন্ত পাল্টা হামলা অব্যাহত থাকবে। অদূর ভবিষ্যতেই এ ধরণের আরও হামলা চালানো হবে বলে তিনি জানিয়েছেন।
Discussion about this post