এবার ২১ দিনের লকডাউনে রাজধানীর ওয়ারী এলাকা। শনিবার (০৪ জুলাই) ভোর ৬টা থেকে লকডাউন কার্যকর করা হয়েছে।
শনিবার (০৪ জুন) সকাল থেকেই এলাকাটির ২টি প্রবেশ পথে ওয়ারী থানা পুলিশ এবং সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবকরা তদারকি করছেন। যারা শুধুমাত্র জরুরি সেবার আওতার মধ্যে রয়েছেন তাদেরকেই এলাকা থেকে বের হতে ও প্রবেশ করতে দেয়া হচ্ছে।
১৭টি প্রবেশ পথের মধ্যে ১৫টিতেই বাঁশের বেড়া দিয়ে ব্যারিকেড দেয়া হয়েছে। এছাড়া এলাকাবাসীদের মধ্যে থেকে ২শ’ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে জরুরি সেবা নিশ্চিতে।
Discussion about this post