নিজস্ব প্রতিনিধি :- পৃথিবীতে কম সংখ্যক মানুষই আসেন, তাদের চারপাশের সবকিছুকে আলোকিত করার জন্য। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখেন আশেপাশের মানুষগুলোকে। পঙ্কিলতা যাদেরকে কখনো স্পর্শ করেনা। মন হয়না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি – ঠিক সেরকম একজন মানুষ সাংবাদিক মো: আক্তার হোসেন। শুক্রবার (২৬ জুন) এই ক্ষুদ্র মানুষটির জন্মদিন। তিনি এক জন সংবাদ কর্মী তিনি বড়দেরকে নিজের বড় ভাইয়ের মতোই শ্রদ্ধা করেন। তাই আজ তার জন্মদিন সবাই মনে রেখেছেন। সকল শ্রেণী পেশার মানুষ সাংবাদিক মো: আক্তার হোসেন সব সময় তাদের একজন বড়ভাই ,মামা ,ভাগিনা ,ছোট ভাই ,বন্ধু হিসেবে মনে রেখেছে এবং রাখবে। সবাই আশাবাদী শুধু ব্যাক্তিগত জীবনে নয় সারা জীবন তিনি সবার পাশেই আছেন এবং এভাবেই থাকবেন। ছোটকাল থেকে তিনি এক সংবাদ কর্মী হিসাবে কাজ করার সপ্ন। সংবাদ কর্মী হিসাবে মাঠে খুব অল্প সময়েই তিনি বেশ নাম কামিয়ে নেন। দক্ষতায় সংবাদ কর্মী হিসাবে বঞ্চিত মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়ও তিনি। জন্মদিনের প্রথম প্রহর থেকেই মোবাইল ফোন কিংবা ফেইসবুক দুটোতেই শুধুই জন্মদিনের শুভেচ্ছা। আর তার বাসা? সে তো জন্মদিনের প্রথম প্রহর থেকেই বন্ধু, কর্মী, ছোট ভাই আর শুভাকাঙ্ক্ষীদের দখলে। যেন ঈদের মিলনমেলা। আসলেই তো ঈদ। কারন বন্ধু, কর্মী, ছোট ভাই আর শুভাকাঙ্ক্ষীদের কাছে মো: আক্তার হোসেন এর জন্মদিন মানেই বিশেষ কিছু, যা আসে প্রতিবছরে মাত্র একবার। তাঁর শুভাকাঙ্খীদের যত শুভেচ্ছাবাণী
Discussion about this post