সাভারের আশুলিয়ার কবিরপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ রায়হান সরকার (৩৫) নামে একমাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (২২ জুন) এ তথ্য জানায় র্যাব। সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার কবিরপুরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। রায়হান সরকার (৩৫) চাঁদপুর জেলার উত্তর মতলব থানার আইয়ুব সরকারের ছেলে।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে অভিনব পন্থায় মাদকবহন ও বিক্রি করে আসছিল রায়হান নামে ওই যুবক। কখন পিকনিকের বাসে আবার কখনও কাভার্ড ভ্যানের ভেতর মাদক পরিবহন করতো সে। সোমবার সকালে রায়হান আশুলিয়ার কবিরপুরে মোশাররফ হোসেন নাসের একজনের বাড়িতে অবস্থান করছে বলে নিশ্চিত হয় র্যাব। এরপর ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক ব্যবসায়ী রায়হান কক্ষের ভেতর থেকেই র্যাবকে উদ্দেশ্য করে তিন রাউন্ড গুলি ছোঁড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ী রায়হান গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এতে নাছির ও মনির নামে র্যাবের দুই সদস্য পায়ে গুলি লেগে হয়ে আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী। বলেন, বন্দুকযুদ্ধে নিহত মাদক ব্যবসায়ীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত মাদক ব্যবসায়ী রায়হানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর অন্য একটি টিম আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় কুষ্টিয়াগামী লবণবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় ট্রাকের চালক ও সহকারীসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব-২।
Discussion about this post