বিশ্বের মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসাবে সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ৫৬ হাজার ৬৫৭ জন। মারা গেছেন ১ লাখ ২২২ হাজার ২৪৭ জন। সুস্থ হয়েছেন প্রায় দশ লাখ মানুষ।
সংক্রমণের দিক থেকে এর পরেই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১০ লাখ ৮৬ হাজার ৯৯০ জন। মৃত্যু হয়েছে ৫০ হাজার ৬৫৯ জনের, সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ।
বিশ্বের তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ রাশিয়া। সেখানে অন্তত ৫ লাখ সাড়ে ৮৪ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৮ হাজার ১১১ জন, সুস্থ হয়েছেন প্রায় ৩ লাখ ৪০ হাজার।
আক্রান্তের হিসাবে বিশ্বের মধ্যে চতুর্থ ও এশিয়ায় সবার শীর্ষে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৪ লাখ ২৬ হাজার ৯১০ জন, মারা গেছেন ১৩ হাজার ৭০৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন প্রায় ২ লাখ ৩৮ হাজার রোগী।
Discussion about this post