ভারত ও চীনের সীমান্ত উত্তেজনা কমাতে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। চলমান অস্থিরতা নিরসনে দুইদেশকেই সাহায্য করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শনিবার ওকলাহোমায় এক নির্বাচনি জনসভা শেষে ট্রাম্প জানান, দুই দেশের সঙ্গেই তিনি কথা বলছেন। তবে পরিস্থিতি ঠিক রাখতে যুক্তরাষ্ট্র চীন ও ভারতকে সাহায্য করবে।
গেল সোমবার লাদাখ সীমান্তে চীন ও ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষে এক কর্নেলসহ অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হয়েছে। এরপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কে অবনতি হয়েছে। দুই দেশই এ ঘটনায় পরস্পরকে দোষারোপ করে আসছে।
Discussion about this post