মিজানুর রহমান ইমন, স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনায় পূর্বধলায় উপজেলার জালশুকা ( শ্যামগঞ্জ) বাজার সংলগ্ন এলাকায় বিদ্যুৎ স্পৃষ্টে বাবা ছেলের মৃত্যু হয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার ১৭জুন ভোর রাতে । নিহত ব্যাক্তিরা হলেন বাবা সমর আলী (৫৪) ও তার ছেলে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী পাপ্পু রহমান (২৭) পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে আনুমানিক ৪:টার দিকে সমর আলী তার নিজ ফিসারিতে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক মটর সুইচ দিয়ে অন করতে চাইলে ছেড়া তার হাত জড়িয়ে যায় এসময় তার ছেলে পাপ্পু তাকে উদ্ধার করতে গেলে বাবা ছেলে ঘটনাস্থলেই বিদ্যুৎ স্পৃষ্ট মারা যান ।
Discussion about this post