পটুয়াখালী জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে একটি সংঘবদ্ধ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। জানা যায়, তারা পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ডাকাতি করার জন্য ওৎ পেতে ছিল।
ঢাকা–কুয়াকাটা মহাসড়কের আউলিয়াপুর নামক স্থানে রাস্তার পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় পুলিশ সেখানে গেলে উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ হাতেনাতে ৩ জনকে গ্রেফতার করে, তবে বাকিরা পালিয়ে যায়। এ সময় ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, মো. ইয়াকুব মৃধা (৪০)। তার বাবা আ. ছাত্তার মৃধা, সাং. ছৈলাবুনিয়া (আমখোলা ইউপি), থানা গলাচিপা জেলা পটুয়াখালী। মো. রুহুল আমিন (৪২), পিতা: মোহাম্মদ বয়াতী, সাং: পূর্বচিলা (হলদিয়া ইউপি), থানা: আমতলি, জেলা: বরগুনা। মো. ওয়াসিম মোল্লা (৪৫), পিতা, আলম মোল্লা, সাং. বাঁশবুনিয়া (আমখোলা ইউপি), থানা গলাচিপা ।
পটুয়াখালী জেলার পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত ইয়াকুবের নামে ডিএমপি’র গুলশান থানায় একটি খুনসহ ডাকাতির মামলা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন থানায় তার নামে মোট ৭টি চুরি ও ডাকাতির মামলা রয়েছে যা বর্তমানে বিচারাধীন।
Discussion about this post