ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। মন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় মন্ত্রী আরো জানান, “বঙ্গবন্ধুর অত্যন্ত স্নেহধন্য শেখ মোঃ আব্দুল্লাহ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের রাজনীতিতে অসামান্য অবদান রেখেছেন। ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক হিসেবে ধর্মীয় ক্ষেত্রে তার অবদান দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”
Discussion about this post