নিজ বাসায় অগ্নিদগ্ধে দৈনিক যুগান্তর পত্রিকার জ্যৈষ্ঠ অপরাধ বিষয়ক প্রতিবেদক মোয়াজ্জেম হোসেন নান্নুর মৃত্যুর ঘটনায় ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান পিস ডেভেলোপার কোম্পানির বিরুদ্ধে মামলা করবে ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের (ক্র্যাব)। নান্নু ক্রাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন
আজ শনিবার দুপুরে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনটের সামনে এ কথা জানান ক্র্যাবের সভাপতি আবুল খায়ের।
এ সময়ে দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম বলেন, নান্নুর মৃত্যুতে যুগান্তর পরিবার খুবই মর্মাহত। ওই ভবনে একইভাবে ছেলের পরে বাবার মৃত্যু হলো। এটা খুবই দুঃখজনক ব্যাপার।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে বাড্ডার আফতাবনগরের ৩ নম্বর রোডের বি ব্লকের ৪৪/৪৬ নম্বর বাসায় আগুনে দগ্ধ হন দৈনিক যুগান্তর পত্রিকার জ্যৈষ্ঠ অপরাধ বিষয়ক প্রতিবেদক ও ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু। পরে তাকে গতকাল শুক্রবার ভোরে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পর্যক্ষেণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ৮ টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। পরে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। সেখানে গোসল শেষে তার লাশ প্রথমে আফতাব নগরের নিজ বাসায় ও পরে যশোরের গ্রামের বাড়িতে ছেলের পাশে তাকে দাফন করা হবে।
Discussion about this post