বৃহস্পতিবার সকালে, হাইকোটের ভার্চুয়াল আদালতে রিট মামলা দাখিল করেন তিনি। ঢাকা শহরকে লকডাউন করা এবং চিকিৎসার জন্য পর্যাপ্ত হাই ফ্রো নেজাল অক্সিজেন ক্যানুলা সংগ্রহের নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট করেন তিনি।
রিটে বাদী হয়েছেন অ্যাডভোকেট মো. মাহবুবুল ইসলাম। বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ, স্বাস্থ্য, অর্থ ও প্রধানমন্ত্রীর সচিবালায়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতি. সচিব (হাসপাতাল), অতি. সচিব (প্রশাসন), ঢাকার পুলিশ কমিশনার, র্যাবের মহাপরিচালক এবং ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রকে।
দেশে করোনায় এ পর্যন্ত ১ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, মোট শনাক্ত ৭৪ হাজার ৮৬৫ জন। এর মধ্যে শুধু রাজধানীতেই মৃত্যু ৩০৭ জনের। আর শনাক্ত ২১ হাজার ৪৯৫ জন।
Discussion about this post