আজ ৭ জুন (রবিবার) ঐতিহাসিক ৬ দফা দিবস।
৫৫ বছরে পা রাখলো বাংলাদেশের রাজনীতির অন্যতম অধ্যায় ৬ দফার এই দিন। ১৯৬৬ সালে ৭ জুন আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তৎকালীন পূর্ব পাকিস্তানে স্বায়স্তশাসন প্রতিষ্ঠার লক্ষে ৬ দফা দাবি পেশ করেন। যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে তরান্বিত করে।
ছয় দফা দাবিকে বাংলাদেশের মুক্তির সনদও বলা হয়ে থাকে। পরবর্তীতে ৬ দফা দাবি বাস্তবায়নে দেশব্যাপি তীব্র গণ আন্দোলনের সূচনা হয়।
এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপসহীন সংগ্রামের ধারায় উনসত্তরের গণ-অভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি। পরবর্তী সময়ে ঐতিহাসিক ৬ দফাভিত্তিক নিয়মতান্ত্রিক আন্দোলনই ধাপে ধাপে বাঙালির স্বাধীনতার সংগ্রামে পরিণত হয়।
Discussion about this post