ভারত পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কাতেও হানা দিয়েছে পঙ্গপাল। সংখ্যায় বেশি না হলেও পতঙ্কের বিস্তার রোধে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ।
এরই মধ্যে দেশটির চারটি জেলার ফসল ও গাছপালা নষ্ট করা শুরু করেছে পঙ্গপাল। বিশেষ করে কলা, নারিকেল ও রাবার গাছে হানা দিয়েছে পতঙ্গগুলো। আবহাওয়া অনুকূল হওয়ায় বংশবৃদ্ধি করতে পারে বলে আশঙ্কা করছেন কৃষিবিদরা। পঙ্গপাল ধ্বংসে কৃষকদের কীটনাশক ছেটানোর পরামর্শ দিচ্ছেন তারা।
খুব দ্রুত পদক্ষেপ নিতে না পারলে ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে ফসল খেকো এই পতঙ্গগুলো এমন আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। ভারত ও পাকিস্তানে তান্ডব চালিয়ে ফসল ও মৌসুমি ফলের ব্যাপক ক্ষতি করছে পূর্ব আফ্রিকা থেকে আসা পঙ্গপাল।
Discussion about this post