করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পরীক্ষামূলকভাবে রাজধানী ঢাকার দুটি ওয়ার্ডকে লকডাউন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওয়ার্ড দুটি হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের ওয়ারী ও উত্তর সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের রাজাবাজার এলাকা।
আজ রবিবার সকাল থেকে এই দুটি এলাকায় লকডাউন ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। লক ডাউন ঘোষণার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে দুই সিটি কর্পোরেশন। যেসব ওয়ার্ডে ৫০০ জনের বেশি আক্রান্ত রয়েছে, সেসব ওয়ার্ড লকডাউন করার পরিকল্পনা করছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজধানীকে রেড, ইয়েলো ও গ্রীন এই তিনটি জোনে ভাগ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর প্রস্তুতি নিয়েছে। রাজাবাজার এলাকার জনসাধারণ বলছে, তারা এখনো লকডাউনের বিষয়ে এখনো তেমন কিছু জানেন না।
Discussion about this post