নওগাঁর রাণীনগরে ভটভটির চাপায় আনোয়ারা বিবি ওরফে আনো (৪৬) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার একডালা ইউনিয়নের স্থল-রাজাপুর রাস্তার ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বিবি স্থল বড়বড়িয়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, আনোয়ারা বিবি নিজের পালিত হাঁসগুলোকে খাওয়ানোর জন্য বাড়ির পাশের একটি মাঠে ছেড়ে দিয়ে স্থল-রাজাপুর রাস্তার ধারের ঈদগাহ মাঠ এলাকায় বসে ছিলেন। এসময় মাছবোঝাই একটি ভটভটি তাকে চাপা দেয়। এরপর স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ বাজারের চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘটনাস্থলেই ভটভটি ফেলে পালিয়ে যায় চালক।
Discussion about this post