পিছিয়ে পড়েও বুন্দেসলিগায় বড় জয় পেয়েছে লাইপজিগ। এফসি কোলনকে ৪-২ গোলে হারিয়েছে তারা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৭ মিনিটেই পিছিয়ে লাইপজিগ। জন করদোবার গোলে লিড নেয় এফসি কোলন। যদিও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের ২০ মিনিটে প্যাটরিকের গোলে সমতায় ফেরে লাইপজিগ। প্রথমার্ধেই স্কোরলাইন ২-১ করে অতিথিরা। বিরতির পরও গোলের ধারা অব্যাহত রাখে লাইপজিগ। ৫০ মিনিটে টিমো ওয়ার্নার, আর ৫৭ মিনিটে ডেনিয়েল ওলমোর গোলে বড় জয় নিশ্চিত হয় লাইপজিগের। মাঝে, এ্যানথোনির এক গোল কোলনের বড় হারের ব্যবধানই কমিয়েছে মাত্র। এ জয়ে বরুশিয়া মনসেনগ্লাডবাখকে টপকে পয়েন্ট টেবিলের তিনে উঠে এলো লাইপজিগ। সমান ২৯ ম্যাচ খেলে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বায়ার্ন মিউনিখ।
Discussion about this post