সাইদুর রহমান রুবেল (নিজস্ব প্রতিনিধি) পটুয়াখালীর বাউফলে আওয়ামীলীগ লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত তাপস দাস (৩৪) নামের এক যুবলীগ কর্মী নিহত। আজ রবিবার রাত ৭.৩০ মিনিটে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। বাউফলের কালাইয়া ইউনিয়নে তার বাড়ি।
পৌর শহরের ডাক বাংলোর সামনে একটি তোরণ নির্মাণ কে কেন্দ্র করে স্থানীয় এমপি আসম ফিরোজ ও পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটে। এসময় যুবলীগ নেতা তাপস গুরুতর আহত হয়। তাকে প্রথমে বাউফল হাসপাতালে নেয়া হয় সেখান থেকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং পরে তিনি মারা যান।
Discussion about this post