ঘূর্ণিঝড়ের প্রভাবে বিকেল থেকেই সারাদেশে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং রাতে সেই বৃষ্টির প্রভাব আরো বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার পারভীন।
তিনি জানান, যেহেতু এখন আমাবস্যার প্রভাব রয়েছে সে কারণে জলোচ্ছ্বাস কিছুটা বেশি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
ঘূর্ণিঝড় বুধবার বিকেলে সুন্দরবন উপকূলীয় এলাকায় খুলনা এবং পায়রা বন্দর এলাকায় পটুয়াখালী অঞ্চলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া আফিস।
আম্পানের অগ্রবর্তী অংশের প্রভাব ইতোমধ্যেই দেশের আবহাওয়ায় পড়তে শুরু করেছে বলেও পূর্বাভাসে জানানো হয়। এ কারণে সাগর বিক্ষুব্ধ থাকায় মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে।
Discussion about this post