বেঁচে থাকলে ঈদ করতে পারবেন, এটা যেন জীবনের শেষ ঈদ না হয়। আমরা যে যেখানে আছি সেখানে অবস্থান করি। কোনভাবে বাসা থেকে বের না হই।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও করোনা পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব জানান, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনেজীর আহমেদ।
গ্রামের বাড়িতে না যাওয়ার অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, করোনা পরিস্থিতিতে আমি, আমার পরিবার, গ্রাম এবং সমাজকে নিরাপদে রাখি।
তিনি বলেন, সরকারের বিধিনিষেধ মেনে এ সময় প্রত্যেকেরই চলা উচিত। তারই অংশ হিসেবে প্রতিবারের মতো এবার যেন ঈদে গ্রামের বাড়িতে আমরা না যাই। গ্রামে যেন আমরা করোনাদূত হয়ে আবির্ভূত না হই। আপনার মাধ্যমে আপনার পরিবার, স্বজন কিংবা গ্রামবাসীও এ ভাইরাসে আক্রান্ত হতে পারে।
এসময় তিনি আরও বলেন, করোনাকালে মানবিক হবে পুলিশ, গনমাধ্যমের কাজের স্বাধীনতায় বহাল থাকবে, তবে গুজব ছড়ালে তার বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।
Discussion about this post