আর.জে. মিজানুর রহমান ইমন, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ১৮ মে করোনা ভাইরাস পরিস্থিতি তারাকান্দা বাজারের বর্তমান অবস্থা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান । এ সময় উপস্থিত ছিলেন, এ.কে.এম. গালিব খান উপ-পরিচালক, স্থানীয় সরকার মন্ত্রণালয় ময়মনসিংহ তারাকান্দা উপজেলার নির্বাহী অফিসার চিত্রা শিকারী । এসময় ডিসি মিজানুর রহমান ব্যাবসায়ীদের সচেতনতার খোঁজ খবর নেন, এবং করোনা ভাইরাস মোকাবেলায় কোভিড ১৯ এর সকল স্বেচ্ছাসেবী দলের সদস্যের ধন্যবাদ জানান। এ সময় তিনি আরো বলেন, কোন ভাবেই যেন সামাজিক দূরত্ব বজায় রাখতে মানা হতে সকল ব্যাবসায়ী ও ক্রেতাগণ অবহেলা না করেন । এবং সরকারের নির্দেশনা মেনে, সকল প্রতিষ্ঠান দোকান যতক্ষণ খোলার অনুমতি আছে তা মেনে চলতে আর যেসব প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা তা বন্ধ রাখতে পুলিশ প্রশাসন ও তারাকান্দা বাজার বণিক সমিতির সভাপতি নুরুজ্জামান সরকার বকুল (মাষ্টার) কে নির্দেশনা প্রদান করেন ।
Discussion about this post