২৭শে এপ্রিল হৃদরোগ সমস্যার পাশাপাশি কিডনি ও ফুসফুসে জটিলতা, পারকিনসন্স, প্রোস্টেট ও রক্তে সংক্রমণের সমস্যা নিয়ে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে মারা যান তিনি।
প্রাথমিকভাবে পরিবারের সদস্যরা জানান, করোনা টেস্টের ফলাফলের উপরে নির্ভর করবে ড. আনিসুজ্জামানের দাফন। করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসলে তাঁর মরদেহ শুক্রবার সকাল এগারটায় বাংলা একাডেমীতে নেয়া হবে। কিন্তু ড. আনিসুজ্জামানের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ হওয়ায় পূর্বঘোষিত সব কর্মসূচি বাতিল করা হয়েছে।
Discussion about this post