প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন ভারতের মন্ত্রী। ১২ মিনিট ধরে করোনা সংকট মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে কথা বলেন প্রতিবেশি দুই সরকারপ্রধান। এ সময় সংকটের শেষ অবধি একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।
শেখ হাসিনা বলেন, জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন সংস্থা এরইমধ্যে এ সংকট দীর্ঘায়িত হওয়ার বার্তা দিয়েছে। এমন অবস্থায় আঞ্চলিক ও প্রতিবেশি রাষ্ট্রগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোভিড মোকাবিলায় সার্ক ভিডিও কনফারেন্সের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ব্যাপারেও একমত হন তারা। এছাড়া রমজান ও পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশি ও ভারতীয় জনগণকে পারস্পারিক শুভেচ্ছা জানান দুই প্রধানমন্ত্রী।
Discussion about this post