বিশ্বে করোনা ভাইরাস পরিস্থিতি দিনের পর দিন চরম পর্যায়ে এগুচ্ছে। বাংলাদেশও এর আওতাভুক্ত, যেখানে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা, সাথে মৃত্যুও। তারপরও কঠিন এই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন এর দিক-নির্দেশনায় শুরু থেকেই মাঠে কাজ করে যাচ্ছে কুমিল্লা উত্তর জেলার হোমনা উপজেলা ছাত্রদলের এক ঝাঁক তরুণ। বর্তমানে চলমান পরিস্থিতিতে শ্রমিক সংকটে পড়েছেন কৃষক। তাই কৃষকরা পাকা রোরো ধান কাটতে না পারায় উপজেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মোল্লা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন এর পরামর্শক্রমে উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক শাহআলম হিমেল,ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি অহিদুজ্জামান মোল্লা এবং ছাত্রদল সভাপতি শাইজুদ্দিন সাজু ও সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন কবির নীরবের নেতৃত্বে বিনাপারিশ্রমিকে ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন উপজেলা ছাত্রদল নেতা-কর্মীরা।
গতকাল সোমবার হোমনা পৌর এলাকার শ্রীমদ্দি গ্রামের দরিদ্র্য শিখন চন্দ্র দাশ নামের এক কৃষকের ৪০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌছেঁ দিয়ে মানবতার চরম এক দৃষ্টান্ত স্থাপন করলেন হোমনা উপজেলা ছাত্রদলের সভাপতি শাইজুদ্দিন সাজু ও সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন কবির নীরবসহ নেতা-কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শাহআলম হিমেল, যুবদলের যুগ্ন আহবায়ক অহিদুজ্জামান মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য কামাল হোসেন।
ধান কাটায় অংশ গ্রহন করেন উপজেলা ছাত্রদলের সভাপতি শাইজুদ্দিন সাজুর নেতৃত্বে ঢাবির সার্জেন্ট জহুরুল হক হলের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম,উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন কবির নীরব, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, পৌর যুগ্ন সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, হোমনা সরকারী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়া, সিনিয়র সহ-সভাপতি ফারুকুল ইসলাম ফয়েজ,সাবেক সিনিয়র সহ-সভাপতি মানিক বাদশা, ছাত্রদল নেতা সাইমুর রহমান আকাশ, মেহেদী হাসান,মাকসুদ আহমেদ ও মো. রুবেলসহ আরও অনেকে।
Discussion about this post