আর.জে. মিজানুর রহমান ইমন (ময়মনসিংহ প্রতিনিধি)
ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে যাত্রী বাহী যান চলাচলে বাধা দেওয়ায় ঢাকা মুখী গার্মেন্টস শ্রমিকদের ইট নিক্ষেপে আহত হন ত্রিশাল থানার এ এস পি স্বাগতা ভট্টাচার্য্য মৌ ও ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান । জানা যায় ২৭ এপ্রিল সোমবার সকালে অটোরিকশা পিকাপ ও ভ্যান চালক শ্রমিক এবং ঢাকাগামী গার্মেন্টস শ্রমিক জড়ো হয়ে ত্রিশাল থানার বৈলর মোড়ে ব্যরিকেড দেয়, পুলিশ তাদের মাক্স ব্যাবহার ও সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ি ফিরে যেতে বলে, হতে শ্রমিকরা পুলিশ সদস্যের উপর হট পাটকেল নিক্ষেপ করে হামলা করে, এতে এসসপি স্বাগতা ভট্টাচার্য্য মৌ ও ওসি আজিজুর রহমান আহত হন । আহত এএসপি স্বাগতা ভট্টাচার্য্য মৌ কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে, এবং ওসি আজিজুর রহমান কে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে । আহত ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান জানান, এএসপি স্যারের নির্দেশে আমরা সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাজিরা শিমলায় টহল দিচ্ছিলাম । সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন জেলা উপজেলা হতে যেন অতিরিক্ত যানবাহন চলাচল করতে না পারে সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত ছিলো, কিন্তু সম্মুখ বৈলর সিএনজি অটোরিকশার শ্রমিকরা ও ঢাকাগামী গার্মেন্টস কর্মীরা মহাসড়ক ব্যারিকেড দেয়, আমরা সরকারের নির্দেশেনা মেনে বাড়িতে যাওয়ায কথা বললে তারা আমাদের উপর ইট পাটকেল ছুড়ে মারে
Discussion about this post