তারাকান্দা(ময়মনসিংহ) প্রতিনিধঃ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় (২৪) এপ্রিল শুক্রবার সকালে কুতুব উদ্দিন (৩২) নামের ১ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, লাশ উদ্ধারের ঘটনাটি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মাদ আলী মাহমুদ । নিহত কুতুব উদ্দিন হলেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার আতুয়াজঙ্গল উলুয়াকান্দা গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র । হালুয়াঘাট থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে কারা যেন কুতুব উদ্দিন কে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রাখে । খবর পেয়ে পুলিশ সকালে তার লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
Discussion about this post