কমল বাউফলঃ
কনকদিয়া ইউপি চেয়ারম্যান মো:শাহীন হাওলাদার বাউফল উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো: বেলায়েত হোসেনের সাথে মুঠোফোনে অশোভন আচারন করে।শোনা যায় বগা-বাহেরচর সড়কের বৌলতলী চৌরাস্তায় স্থানীয় সরকার বিভাগের একিট আকাশমনি গাছ গত ২১/০৪/২০২০ তারিখ রাত ১০ টার সময় তার ক্যাডার বাহিনী কেটে নিচ্ছে।খবর পেয়ে বগা পুলিশ ফারির কতিপয় পুলিশ ঘটনাস্থলে আসলেে অপরাধীরা সকলে পালিয়ে যায়।ঘটনাস্থল হতে একটি আাকাশমনি গাছ, একটি ইঞ্জিনচালিত ভ্যান,দা ও কুঠার জব্দ করে স্থানীয় চৌকিদার দলিল উদ্দিন মোল্লার জিম্মায় রাখেন।গতকাল সকাল ১০ ঘটিকার সময় উপজেলা বনবিভাগের কর্মচারী জয়নাল আবেদীন জব্দকৃত মালামাল বাউফলে নেয়ার জন্য আসলে উক্ত কর্মচারীকে শাহীন চেয়ারম্যান মারধর করে ও তার পুরুষাঙ্গ ধরে টান দেয়।ঘটনাস্থলে উপস্থিতথাকা ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: মজিবুর রহমান এবং স্থানীয় চৌকিদার দলিল উদ্দিন মোল্লাকেও নাজেহাল করে।সংলিষ্ট কর্তৃপক্ষের কাছে কনকদিয়া ইউনিয়নের জনগন তদন্তপূর্বক প্রকৃত অপরাধী চিন্হিত করে বিচারের দাবী জানায়।
Discussion about this post