দশমিনা প্রতিনিধি (পটুয়াখালী)
দশমিনা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আব্দুল লতিফের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের চাল ছাড় করায় ফাইল আটকে ঘুষ নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন ডিলার। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় দশমিনায় ২৫ জন ডিলারের কাছ থেকে তিনি চাল ছাড় করাতে প্রতি ডিওতে এক থেকে দের হাজার করে টাকা নেন বলে অভিযোগ করেছেন উপজেলার কাটাখালী এলাকার ডিলার আব্দুল হাই। তিনি জানান, টাকা না দিলে ওই কর্মকর্তা বিভিন্নভাবে হয়রানী করেন এমনকি ডিলারশীপ বাতিল করে দেওয়ার হুমকি দেন। এছাড়াও সরকারের ভিজিডি,ভিজিএফ, টিআর, কাবিখা, জেলে চাল সহ সকল প্রকার চাল ছাড় করাতে তাকে টাকা দিতে হয়। গছানী এলাকার ডিলার কাজী আকবর জানান, যতবার ১০ টাকা কেজির চাল ছাড় করেছি ততবার তাকে টাকা দিতে হয়েছে। আরজবেগী বাজারের ডিলার মোঃ মোজাম্মেল হোসেন জানান, দশমিনা খাদ্য দপ্তরে টাকাছাড়া কোন কাজ হয়না। আরো কয়েকজন ডিলার জানান, সরকার আমাদের পরিবহন খরচ যা দেয় তা দিয়ে চাল পরিবহন করে এলাকায় বিতরন করতে আমাদের লোকসান হয় এর পরেও খাদ্য কর্মকর্তাকে টাকা না দিলে তিনি ফাইলে স্বাক্ষর করেন না। এসব অভিযোগ অস্বীকার করে দশমিনা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ বলেন, ডিলাররা দূর্নীতি ও অনিয়ম করার সুযোগ পায়না আমি কঠোরভাবে এগুলো তদারকি করি বলে তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন
Discussion about this post