অন্তর আহম্মেদ ষ্টাফ রিপোর্টারঃ
নওগাঁয় করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া সংগঠনের সদস্যদের মাঝে নিজস্ব অর্থায়নে ত্রান বিতরণ করলেন, নওগাঁ সদর উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন ( রেজি নং রাজঃ১৩০৬) এর সভাপতি মোঃ হাবিবুর রহমান মিঠু ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাকিব হাসান। উপজেলার তাজের মোড়ে সংগঠনের নিজেস্ব ভবনে সকাল ১১টায় লগডাউনের চলমান পরিস্থিতিতে সংগঠনের কর্মহীন শ্রমিকদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। দু’দফায় ৪শ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল,সাবান,মাস্ক সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন। পাশাপাশি করোনাভাইরাস থেকে ঝুঁকিমুক্ত রাখতে ও জনসচেতনতা বাড়াতে শ্রমিকদেরও কাজ করার আহ্বান জানান এবং যদি কোনও সদস্য অসুস্থ হয়ে যায় তাদের হাসপাতালে পৌঁছে চিকিৎসা দেওয়ারও আশ্বাস দেন।
সংগঠনের সভাপতি মোঃ হাবিবুর রহমান মিঠু বলেন, প্রানঘাতি করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারনে অসহায় খেটে খাওয়া মানুষ গুলো আজ কর্মহীন। আমাদের সংগঠনের শ্রমিকরা এখন ঘরে বসে থেকে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। তাই এ বিষয়টি আমার দৃষ্টি গোচর হওয়ায় আমার পক্ষ থেকে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাকিব হাসান এর সু-পরামর্শ ও দিকনির্দেশনায় নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান করেছি। যতোদিন করোনা ভাইরাসের সমস্যা থাকবে ততোদিন এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানান। তিনি আরও বলেন, আমরা অতীতেও সব সময় শ্রমিকদের পাশে ছিলাম আগামিতেও পাশে থাকব
Discussion about this post