ব্রাহ্মনবাড়িয়া জেলায় মাও. জোবায়ের আহমেদ আনসারীর জানাযায় বিপুল সংখ্যক মানুষের ঢল সমাগম কে কেন্দ্র করে ধোবাউড়া উপজেলার ত্রিতিয়া স্নাল, ও সঞ্জয় দাস, নামে দুটি ফেইসবুক আইডি থেকে আল্লাহকে নিয়ে কটুক্তি করায় উত্তপ্ত হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক।একই সাথে আজ ঘোঁষগাও ইউনিয়নে মানববন্ধন করেছে স্থানীয় ধর্ম প্রাণ মুসলমান গণ। এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মোল্লা জানান অভিযোক্তদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নিতে তাদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান জানান ঘোঁষগাও গিয়ে আমি স্থানীয়দের সাথে কথা বলেছি,অভিযোক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।কেউ যেন এটা নিয়ে আর বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে।তবে এবিষয়ে অভিযোক্ত দুজনই নিজের টাইমলাইনে একটি পোষ্ট করে,দুঃখ প্রকাশ করেছেন।এঘটনায় ধোবাউড়া থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) চাঁদ মিয়া অভিযুক্ত ত্রিতিয়া তেরেসাকে তার বাড়ী থেকে আটক করে।বর্তমানে থানা হাজতে আছে। তৃতীয়াকে আটক করা হয়েছে, ধর্মীয়অনুভূতিতে আঘাত আনার কারনে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এ বিষয়ে জানান, ওসি তদন্ত চাঁদ মিয়া।আগামীকাল তাকে আদালতে ফেরন করা হবে।
Discussion about this post