দশমিনা প্রতিনিধি,ঃ
পূর্ব শক্রতার জের ধরে করোনায় আক্রান্ত অজুহাতে একই পরিবারের ৩জনকে কুপিয়ে গুরুত্বর জখম করেছে প্রতিপক্ষ। এ ঘটনাটি পটুয়াখালীর দশমিনা উপজেলার কাটাখালী গ্রামের আজ শনিবার সকাল ১০টায় ঘটেছে। আহতরা দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, কাটাখালী গ্রামের ৯নং ওয়ার্ডের শহিদুল গাজী সাথের একই গ্রামের আজাহার সিকদার ও আব্দুর রহিম মাওলানা গংদের বাড়ির পুকুরের জমি নিয়ে দীর্ঘ বিরোধ চলে আসছে। শনিবার সকালে ওই পুকুর পাড়ে শহিদুল গাজীরা ঘাটলা দিতে গেলে আজাহার ও রহিম গংরা পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে শহিদুল গাজী (৪৫), তার ছেলে নাইমুল ইসলাম(১৮) ও তার স্ত্রী মিনারা(৩৮)কে জখম করেন। আহতদেরকে গুরুত্বর অবস্থা দশমিনা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। আহত শহিদুল গাজী অভিযোগ করে বলে, পুকুর ও ফসলী জমি নিয়ে আজাহার ও রহিম গংদের সাথে বিরোধ চলে আসছে। আমি ঢাকাস্থ রডের দোকানে শ্রমিকের কাজ করি। প্রায় দেড় মাস আগে গ্রামের বাড়িতে আসি। আমার ছেলে নাইমুল ঢাকার কমলাপুর স্কুল এন্ড কলেজের এইচ,এসসি’র পরীক্ষার্থী। করোনা ভাইরাসের আগে গত ২৫মার্চ বাড়ি চলে আসে। প্রতিপক্ষ আজাহার, রহিম মাওলানা ও রাজ্জাক দফাদার গ্রামে গ্রামে বলে আসছে আমরা নাকি করোনা আক্রান্ত। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হতে আসলে প্রতিপক্ষরা হাসপাতালে এসে বলে যায় এরা করোনায় আক্রান্ত। এ কথা শুনে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি করতে চায়নি। স্থানীয় সংবাদকর্মীদের সহায়তায় হাসপাতালে ভর্তি হয়েছি। এ ব্যাপারে আঃ রাজ্জাক দফাদার জানান, শুনেছি শহিদুলের ছেলে নাইমুল নারায়নগঞ্জ থেকে কয়দিন আগে করোনায় আক্রান্ত হয়ে বাড়ি এসেছে। এ বিষয় আহত নাইমুল জানান, আমরা নারায়গঞ্জ থাকিনা আমরা ঢাকায় থাকি। করোনার প্রার্দুভাবের আগেই বাড়ি চলে আসি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান জানান, করোনার কথা শুনলে যে কেউ আতংক হতে পারে। যা শুনলাম আসলে আহতরা অনেক আগেই বাড়ি এসেছেন।
Discussion about this post