অগাস্টের শেষ দিকে ফাইনাল খেলানোর পক্ষে কর্তৃপক্ষ। করোনভাইরাসের কারণে মার্চ থেকেই বন্ধ রয়েছে ক্লাব ফুটবলের সব প্রতিযোগিতা।
২০১৯-২০ মৌসুম শেষ করতে মরিয়া কর্তৃপক্ষ। ২৯ আগস্ট ফাইনাল ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিতে আলোচনা চালিয়ে যাচ্ছে উয়েফার।
করোনাভাইরাসের কারণে থমকে যাওয়া এবারের মৌসুম শেষ করার সিদ্ধান্ত নিতে ২৩ এপ্রিল বৈঠকে বসবে ইউরোপিয়ান ফুটবলের কর্তাব্যক্তিরা। উয়েফার গ্রিন সিগনাল পেলেই মৌসুম শেষ করার সিদ্ধান্ত নেবে তারা।
সব ঠিক থাকলে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ, এর তিন দিন পরে হবে ইউরোপা লিগ ফাইনাল। এরআগেই জুলাই আগস্টে শেষ হবে কোয়ার্টার ও সেমিফাইনালের দুই লেগের ম্যাচ। আট কোয়ার্টার ফাইনালিস্টের চার দল নিশ্চিত হয়েছে আগেই।
Discussion about this post