আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়ে কর্ম বিরতিতে যান ১শ ১২ জন ইন্টার্ন চিকিৎসক। দাবী আদায় না হলে কাজে যোগ দেবেন না বলেও জানান তারা।
চিকিৎসকদের দাবী ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিলেও তাদের পিপিই এমনকি গ্লোভস, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পর্যন্ত হাসপাতাল থেকে দেয়া হচ্ছেনা। এতে চরম ঝুঁকিতে রয়েছেন বলে জানান ইন্টার্নরা। দাবী আদায় না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলে হুশিয়ারি তাদের।
হাসপাতালের পরিচালক ডাঃ ফরিদুল ইসলাম জানান, ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে পাঁচ দফা দাবী সম্বলিত একটি আবেদন দেয়া হয়েছে। বিষয়টি দ্রুত সমাধান করা হবে বলে জানান তিনি।
Discussion about this post