এমরান মাহমুদ প্রত্যয়,
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: করোনাভাইরাসের ব্যাপক সংক্রমন প্রতিরোধে নওগাঁ জেলাকে পুরাপুরি লকডাউন ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। বুধবার (১৫ এপ্রিল) জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দশনা জারি করেন। এতে বলা হয় বুধবার সন্ধ্যা ৬টা থেকে নওগাঁ জেলার ১১টি উপজেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। এখন হতে জেলার বাইর কিংবা অন্য জেলা থেকে কেউ প্রবেশ করতে পারবেন না। জরুরি পরিসেবা ছাড়া সব ধরণের যানবাহন বন্ধের পাশাপাশি সামাজিক দুরত্ব মেনে চলার নির্দেশ দেওয়া হয়। এসময় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এমন ঘোষণা আশার সাথে সাথে আত্রাই থানা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করে উপজেলার সকল প্রবেশদ্বার চেকপোস্ট বসান। বিভিন্ন রাস্তায়, বাজার এবং মোড়ে মোড়ে অবস্থান নিয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় কাজ ছাড়া বের হওয়া ব্যক্তিদের ঘরে ফিরে যেতে অনুরোধ করছেন।
আত্রাই থানা ওসি মোঃ মোসলেম উদ্দিন বলেন, দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়লেও এখনো মুক্ত রয়েছে নওগাঁ জেলাসহ আত্রাই উপজেলা। এরই মধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা থেকে বাড়ি ফিরেছেন অনেক মানুষ। তাদেরকে চিহ্নিত করে হোমকায়ারন্টাইনে রাখা হয়েছে। এসময় সর্ব সাধারণকে জরুরী প্রয়োজন ছাড়া বাড়ীর বাহিরে বের হওয়া থেকে বিরত থাকার আহবান জানান তিনি।
Discussion about this post