সারা দেশের মতো পটুয়াখালীতেও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে চলছে অঘোষিত লকডাউন।
এ সময় প্রতিবন্ধী ভিক্ষুকদের রোজগার বন্ধ হয়ে যাওয়ায় তাদের পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ। আজ (বৃহস্পতিবার) দুপুরে পুরাতন আদালতের মাঠে শতাধিক প্রতিবন্ধী ভিক্ষুকদের খাদ্য সহায়তা প্রদান করেন পুলিশ সুপার মো. মইনুল হাসান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন এবং সদর থানার ওসি আকতার মোর্শেদসহ পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিবার প্রতি ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি লবণ ও ১ লিটার তেল সহায়তা দেয়া হয়।
এ বিষয়ে পটুয়াখালী পুলিশ সুপার মইনুল হাসান জানান, অপরাধ দমনের পাশাপাশি আর্ত মানবতার সেবায় পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশের খাদ্য সহযোগিতা প্রদান চলছে এবং এটি অব্যাহত থাকবে।
এ সংকটময় পরিস্থিতিতে সমাজের বিত্তবান ব্যক্তিদের মানব সেবায় এগিয়ে আসার আহবান জানান তিনি। এদিকে জেলা প্রশাসন, পৌরসভা, জেলা পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
Discussion about this post