আত্রাই(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁ জেলার আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দীঘা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে গরীব অসহায়ের মাঝে সানরাইজ ইউনিভার্সাল প্রাইভেট লিমিটেডের উদ্যোগে ত্রান বিতারনের করা হয়েছে। সরকার ও প্রশাসনের পক্ষ থেকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে ঘরে থাকার জন্য। তাই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো আজ কর্মহীন। সরকারি অনুদানের পাশাপাশি সমাজের বিত্তশালীরা ও বিভিন্ন সংগঠন আজ এগিয়ে এসেছে মানবতার সেবায়। মঙ্গলবার ,১৪ এপ্রিল ত্রাণ বিতরণ করেন সানরাইজ ইউনিভার্সাল প্রাইভেট লিমিটেডের পরিচালক সিঙ্গাপুর প্রবাসী মোঃ রহিদুর রহমান রহিতের পক্ষে আলহাজ্ব মোঃ কামেজ উদ্দিন। উক্ত ত্রাণ বিতরণ সম্পর্কে মোঃ রহিদুর রহমান রহিত মোবাইল ফোনে বলেন,আমি বিদেশে(সিঙ্গাপুরে) অবস্থান করছি।বিশ্বে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। বর্তমানে বাংলাদেশ দেশের অবস্থা খুব খারাপ আমার এলাকার মানুষের অবস্থা খারাপ শ্রমজীবী,কৃষক হতদরিদ্র দিনমজুর জন্য আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার ছোট ভাই বিদ্যুৎ রহমান ও বাবা আলহাজ্ব কামেজ উদ্দিনের মাধ্যমে অসহায় পরিবারের মাঝে ত্রান বিতারন কার্যক্রম শুরু করেছি। আলহাজ্ব কামেজ উদ্দিন গ্রামের অসহায় গরীব মানুষের বাড়ি বাড়ি ঘুরে প্রত্যেক পরিবারে ৫ কেজি চাল ২ কেজি আলু ১ কেজি পেঁয়াজ ৫০০ গ্রাম ডাল, ১ কেজি লবণ,১ টি সাবান ৫০০ গ্রাম শরিষার তৈল পৌঁছে দেন। তিনি আরো বলেন, এ ধারা অব্যাহত থাকবে এই সংকটময় সময় পর্যন্ত,এবং দেশের অসহায় খেটে খাওয়া গরীব মানুষের পাশে আজীবন থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
Discussion about this post