যুক্তরাজ্যের স্বাস্থ্য দপ্তরের দেওয়া হালনাগাদ তথ্য অনুযায়ী, রোববার আরও ৭৩৭ জনের মৃত্যু ঘটায় কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬১২ জন। আর আক্রান্তের সংখ্যা এক দিনে ৫ হাজার ২৮৮ জন বেড়ে ৮৪ হাজার ২৭৯ জনে দাঁড়িয়েছে।
এই মহামারীতে মৃতের সংখ্যা ২০ হাজারে গিয়ে ঠেকবে বলে খোদ যুক্তরাজ্যের কর্মকর্তারাই মনে করছেন।
তবে তাদের কিছুটা আশাবাদী করছে গত কয়েকদিনের মৃত্যুর সংখ্যা স্থিতিশীল থাকা। গত ১০ এপ্রিল একদিনে সর্বোচ্চ ৯৮০ জনের মৃত্যুর পর দুই দিন তার নিচে থাকছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা লকডাউন কাজে দিচ্ছে বলে মনে করা হলেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এখনও শেষ কথা বলার সময় আসেনি।
এর মধ্যে যুক্তরাজ্যবাসীর জন্য সুখবর হচ্ছে, তাদের প্রধানমন্ত্রী বরিস জনসনের হাসপাতাল ছাড়তে পারার ঘটনাটি। করনোভাইরাসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।
মৃত্যুর সংখ্যায় যুক্তরাজ্য এখন বিশ্বে পঞ্চম হলেও আক্রান্তদের মধ্যে মৃত্যুর হারে দেশটির অবস্থান দ্বিতীয়।
যুক্তরাজ্যে আক্রান্তদের ১২ দশমিক ৪ শতাংশের মৃত্যু ঘটেছে, এর চেয়ে বেশি মৃত্যু হার শুধু ইতালির ১২ দশমিক ৮ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা বেলজিয়ামে আক্রান্তদের মধ্যে ১১ দশমিক ৯ শতাংশের মৃত্যু ঘটেছে।
Discussion about this post