সাতক্ষীরা প্রতিনিধিঃ
গত ৩ দিনের ব্যবধানে নারায়নগঞ্জ, মাদারিপুর এবং শরিয়তপুর থেকে সেখানে ঘোষিত লক ডাউনের মধ্যে ও ২ হাজার ৮ শত ৩৪ জন মানুষ সাতক্ষীরা জেলাতে এসেছে। এদের মধ্যে ৭৮৪ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এবং ২০৫০ জনকে বাড়িতে কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, সেনাবাহিনী এবং আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে টহল জোরদার করা হয়েছে। সীমান্তে চেক পোষ্ট বসানো হয়েছে।যে সকল মানুষ লক ডাউন উপেক্ষা করে বিভিন্ন জেলা থেকে সাতক্ষীরা জেলা সীমান্তে আসছে তাদেরকে ফিরিয়ে দেওয়া অমানবিক। যারা ফিরে আসছেন তাদের প্রাতিষ্ঠানিক এবং হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এরপরও সরকারি আদেশ, , নির্দেশ , উপেক্ষা করে মানুষ ঘর হতে বেরিয়ে আসছে। যার ফলে করোনা সংক্রমনের ঝুঁকি বেড়ে যাচ্ছে। এ লক্ষে সবাইকে সচেতন হতে, ঘরে থাকতে, অন্যকে সচেতন করতে, ধৈর্য্য ধারন করতে, ফিরে আসা সকল মানুষের কোয়ারেন্টিন নিশ্চিতের পাশাপাশি তাদের সাথে মানবিক আচরন করার জন্য সকলের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল অনুরোধ জানিয়েছেন
Discussion about this post