গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সিভিল সার্জন কার্যালয়ের এক নৈশপ্রহরী গলাব্যাথা, ঠাণ্ডা ও জ্বরে আক্রান্ত হন। নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হলে, শনিবার তার রিপোর্টে করোনা ধরা পড়ে। এরপর থেকেই হোম কোয়ারেন্টিনে আছেন জেলা সিভিল সার্জন।
করোনা সংক্রমণ রোধে সিভিল সার্জন কার্যালয়ের অন্য কর্মীদেরও নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। আক্রান্ত নৈশপ্রহরী কুয়েত-মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
Discussion about this post